Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, ইসলামপুর, জামালপুর এর তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম :         "সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"  

     


Image
Title
উপজেলা সমবায় কার্যালয়, ইসলামপুর, জামালপুর
Details

উপজেলা সমবায় কার্যালয়, ইসলামপুর, জামালপুর উপজেলা পরিষদের একটি সেবামূলক দপ্তর। এর অফিস ভবনটি পরিষদের উত্তর পার্শ্বে জাম গাছ তলায় অবস্থিত। সমবায় সংত্রান্ত যে কোন সেবা এ কার্যালয় হতে পাওয়া যায়। 

 

যে সব সেবা পাওয়া যায় :-

সমবায় সমিতি নিবন্ধন ;

নিবন্ধিত সমবায় সমিতির অডিট সম্পাদন ;

সমবায়ীদেরকে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করে তোলা ;

সঞ্চয়ে উৎসাহিত করে মূলধন গঠনে সহযোগিতা করা ;

সমবায় আইন ও বিধিমোতাবেক সমবায় সমিতি পরিচালনা করতে সহযোগিতা করা।